প্রশ্ন
আপনাদের ওয়েবসাইটের মাধ্যমে জানতে পেরেছি যে, পুরুষদের জন্য কালো খেজাব ব্যবহার করা জায়েয নেই। জানতে চাচ্ছি, নারীরা কালো খেজাব ব্যবহার করতে পারবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
কালো খেজাব ব্যবহার করা হারাম। নারী পুরুষ সকলেই এ বিধানের আওতাভুক্ত। হাদিস শরিফে এসেছে,
عن ابن عباس، قال: قال رسول الله صلى الله عليه وسلم: يكون قوم يخضبون في آخر الزمان بالسواد، كحواصل الحمام، لا يريحون رائحة الجنة
‘ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, রাসূল (সা.) বলেন, ‘শেষ যমানায় কিছু লোক কবুতরের ঝুঁটির মতো কালো খেযাব ব্যবহার করবে তারা কেয়ামতের দিন জান্নাতের ঘ্রাণও পাবে না।’ [সুনানে আবু দাউদ, হাদিস:৪২০৯]
কাজেই নারীরাও কালো খেজাব ব্যবহার করতে পারবে না।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/15287/article-details.html