প্রশ্ন
যারা জলপথে যুদ্ধ করতে গিয়ে শহিদ হয় তাদের মর্যাদা কি স্থলে যুদ্ধ করতে গিয়ে যারা শহিদ হয় তাদের চেয়ে বেশি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
একটি যয়ীফ হাদিসে এসেছে যে, জলপথের শহিদের মর্যাদা স্থলে দুইজন শহিদের মর্যাদার সমান। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) ইরশাদ করেছেন,
شَهِيدُ الْبَحْرِ مِثْلُ شَهِيدَىِ الْبَرِّ وَالْمَائِدُ فِي الْبَحْرِ كَالْمُتَشَحِّطِ فِي دَمِهِ فِي الْبَرِّ وَمَا بَيْنَ الْمَوْجَتَيْنِ كَقَاطِعِ الدُّنْيَا فِي طَاعَةِ اللَّهِ وَإِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ وَكَلَ مَلَكَ الْمَوْتِ بِقَبْضِ الأَرْوَاحِ إِلاَّ شَهِيدَ الْبَحْرِ فَإِنَّهُ يَتَوَلَّى قَبْضَ أَرْوَاحِهِمْ
‘একজন শহিদ নৌযোদ্ধার মর্যাদা দু’জন শহিদ স্থলযোদ্ধার সমান। আর নৌ-পথে যার মাথাঘুরানি হয়, তার মর্যাদা স্থলযুদ্ধে শহিদের মর্যাদার সমান। আর দু’টি ঢেউয়ের মধ্যবর্তী দূরত্ব অতিক্রমকারীর মর্যাদা আল্লাহর আনুগত্যে সারা দুনিয়া সফরকারীর সমান। আল্লাহ তাআলা মৃত্যুদূতকে নৌযোদ্ধা ব্যতীত সকলের রূহ হরণ করার দায়িত্ব দিয়েছেন। স্বয়ং আল্লাহ নৌযোদ্ধার রূহ নিয়ে নেন।’ [সুনানে ইবনে মাজাহ, হাদিস: ২৭৭৮]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/15269/article-details.html