প্রশ্ন
اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي رَجَبٍ، وَشَعْبَانَ، وَبَلِّغْنَا رَمَضَانَ – হাদিসটি কি সহিহ?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
হাদিসটি নিম্নে উল্লেখ করছি। হাদিস শরিফে এসেছে,
عَنْ أَنَسٍ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا دَخَلَ رَجَبٌ قَالَ: اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي رَجَبٍ وَشَعْبَانَ وَبَلِّغْنَا رَمَضَانَ
‘আনাস (রা.) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা.) রজব মাস আসলে এ দোয়া পড়তেন, ‘হে আল্লাহ! রজব ও শাবান মাসের (ইবাদাতে) আমাদেরকে বরকাত দান করো। আর আমাদেরকে রমজান মাস পর্যন্ত পৌঁছাও।’ [আল মুজামুল আওসাত, হাদিস: ৩৯৩৯; মেশকাতুল মাসাবীহ, হাদিস: ১৩৬৯]
উক্ত হাদিসটিকে মুহাদ্দিসগণ যয়ীফ বলেছেন। কারণ, উক্ত হাদিসে একজন রাবী আছে যায়েদা ইবনে আবী রুক্কাদ নামে। তার ব্যাপারে মুহাদ্দিসিনগণ সমালোচনা করেছেন।
মাজমাউয যাওয়ায়েদ ২/১৬৫, বর্ণনা: ৩০০৫; কাশফুল আসতার ১/২৯৫, বর্ণনা: ৬১৭
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/15171/article-details.html