প্রশ্ন
আমার এক আত্মীয় শয়তানের ধোঁকায় পড়ে কাদিয়ানী হয়ে যায়। সবাই তাকে বুঝাতে থাকে। প্রায় একমাস পর সে নিজের ভুল বুঝতে পারে। তাই পুনরায় কালিমা পড়ে ঈমানকে নবয়ান করে। জানতে চাচ্ছি, তার বৈবাহিক সম্পর্কে কোনো ত্রুটি আসবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
স্বামী বা স্ত্রীর যে কোনো একজন কাফের হয়ে গেলে স্বামী স্ত্রীর পারস্পরিক বৈবাহিক সম্পর্ক ছিন্ন হয়ে যায়। কাদিয়ানী সম্প্রদায় যেহেতু কাফের, তাই উক্ত ব্যক্তির বৈবাহিক সম্পর্ক ছিন্ন হয়ে গিয়েছে।
বিশিষ্ট তাবেয়ী আতা (রহ.)বলেন:
عن عطاء، في الرجل والمرأة يكونان مشركين فيسلمان، قال: يثبت نكاحهما، فإن أسلم أحدهما قبل الآخر انقطع ما بينهما
‘যদি তারা একসাথে ইসলাম গ্রহণ করে তাহলে তাদের বিবাহ বহাল থাকবে। আর যদি একজন অপরজনের আগে ইসলাম গ্রহণ করে তাহলে তাদের পারস্পরিক বৈবাহিক সম্পর্ক ছিন্ন হয়ে যাবে।’ [মুসান্নাফে ইবনে আবি শাইবা, হাদিস: ১৮৪০০]
কাজেই উক্ত ব্যক্তিকে তার বিয়ে পুনরায় নবায়ন করে নিতে হবে।
আলমাবসূত ৫/৪৯; আদ্দুররুল মুখতার ৩/১৯৩; বাদায়েউস সানায়ে ২/৬৫৫
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/15152/article-details.html