প্রশ্ন
স্কুলের ইসলাম শিক্ষা বইয়ে কুরআনের কিছু আয়াত লেখা আছে। জানতে চাচ্ছি, উক্ত বই অজু ছাড়া ধরা যাবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
কুরআনের আয়াত স্পর্শ করার জন্য অজু জরুরি। কুরআন মাজিদে ইরশাদ হয়েছে,
لَا يَمَسُّهُ إِلَّا الْمُطَهَّرُونَ
‘পবিত্রতা অর্জনকারী ব্যতীত কেউ তা (কুরআন) স্পর্শ করতে পারে না।’ [সূরা ওয়াকেয়া, আয়াত: ৭৯; আহকামুল কুরআন, জাসসাস]
হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেছেন,
لا يَمَسَّ الْقُرْآنَ إِلاَّ طَاهِرٌ
‘পবিত্র ব্যক্তি ছাড়া কেউ কুরআন স্পর্শ করবে না।’ [সুনানে দারাকুতনী, হাদিস: ৪৩৯]
তবে কোনো বইয়ে কুরআনের কিছু আয়াত লেখা থাকলে সেই বই অজু ছাড়া ধরা যাবে না- বিষয়টি এমন নয়। বরং তা অজু ছাড়া স্পর্শ করা যাবে।
তবে এ ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যে, অজু ছাড়া কুরআনের আয়াতগুলোতে স্পর্শ করা যাবে না। বরং অজুসহকারে স্পর্শ করতে হবে।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/15148/article-details.html