প্রশ্ন
কিছুদিন আগে এশার জামাতে ইমাম সাহেব দ্বিতীয় রাকাতে বৈঠক থেকে উঠার সময় এক ব্যক্তি ভুলবশত ইমাম সাহেবকে লোকমা দেয়। সে মনে করেছিল চার রাকাত হয়ে গিয়েছে। তাই এ কাজ করেছিল। জানতে চাচ্ছি, উক্ত ব্যক্তির নামাজ কি শুদ্ধ হয়েছিল?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
ভুল না হওয়ার পরও কেউ যদি ইচ্ছাকৃত ইমাম সাহেবকে লোকমা দেয় তাহলে উক্ত মুসল্লীর নামাজ ভেঙ্গে যায়।
কিন্তু কেউ যদি ভুলবশত দেয় তাহলে এ কারণে নামাজের কোনো ক্ষতি হয় না। কারণ, হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) ইরশাদ করেছেন,
إِنَّ اللَّهَ وَضَعَ عَنْ أُمَّتِي الْخَطَأَ، وَالنِّسْيَانَ، وَمَا اسْتُكْرِهُوا عَلَيْهِ
‘আল্লাহ আমার উম্মাতকে ভুল, বিস্মৃতি ও জোরপূর্বক কৃত কাজের দায় থেকে অব্যাহতি দিয়েছেন।’ [সুনানে ইবনে মাজাহ, হাদিস: ২০৪৫]
যেহেতু উক্ত ব্যক্তি ভুলবশত লোকমা দিয়েছিল তাই নামাজের কোনো ক্ষতি হয়নি। তবে ভবিষ্যতে আরো সতর্ক থাকতে হবে এবং একাগ্রচিত্তে নামাজ আদায় করতে হবে।
হেদায়া ১/১৩৬
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/15108/article-details.html