প্রশ্ন
আমি ফিকহি কিতাবে দেখেছি যে, মদ যদি সিরকা হয়ে যায় তাহলে তা হালাল হয়ে যায়। জানতে চাচ্ছি, এ ব্যাপারে কোনো দলিল আছে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
এ ব্যাপারে বিভিন্ন হাদিস পাওয়া যায়। হাদিস শরিফে এসেছে,
وَقَالَ أَبُو الدَّرْدَاءِ فِي الْمُرِي ذَبَحَ الْخَمْرَ النِّينَانُ وَالشَّمْسُ
‘আবুদ দারদা (রা.) বলেন, মাছ ও সূর্যের তাপ শরাবকে পাক করে।’ [সহিহ বুখারি ৭/৮৯]
আরেক হাদিসে এসেছে, রাসূল (সা.) ইরশাদ করেছেন,
خَيْرُ خَلِّكُمْ خَلُّ خَمْرِكُمْ
‘তোমাদের উত্তম সিরকা হল যা তোমাদের মদ থেকে তৈরি হয়।’ [মারিফাতুস সুনান ওয়ার আছার, হাদিস: ১১৭২৩]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/14883/article-details.html