প্রশ্ন
হুসাইন (রা.)-কে অসম্মান করার কারণে ইয়াযিদকে গালি দেওয়া যাবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
কোনো মুসলিমকে গালি দেওয়া বৈধ নয়। কুরআন মাজিদে ইরশাদ হয়েছে,
وَالَّذِينَ يُؤْذُونَ الْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ بِغَيْرِ مَا اكْتَسَبُوا فَقَدِ احْتَمَلُوا بُهْتَانًا وَإِثْمًا مُبِينًا
‘যারা বিনা অপরাধে ঈমানদার পুরুষ ও নারীদের কষ্ট দেয়, তারা অবশ্যই মিথ্যা অপবাদ এবং স্পষ্ট অপরাধের বোঝা বহন করে।’ [সূরা আহযাব, আয়াত: ৫৮]
হাদিস শরিফে এসেছে,
قال رسول الله صلى الله عليه وسلم:سباب المسلم فسوق
‘রাসূল (সা.) বলেন, মুসলিমকে গালি দেওয়া ফাসেকি।’ [সহিহ বুখারি, হাদিস: ৬০৪৫]
ইতিহাস ঘাটলে দেখা যায় যে, ইয়াযিদ থেকে কুফরী কোনো প্রকাশ পায়নি। কাজেই সে মুসলমান হিসেবেই গণ্য হবে। সুতরাং তাকে গালিগালাজ করা বৈধ হবে না।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/14739/article-details.html