প্রশ্ন
এক বক্তাকে কিছুদিন আগে বলতে শুনলাম, ইমাম আবু হানীফা (রহ.) ৪০ বছর এশার অজুর দ্বারা ফজরের নামাজ আদায় করেছেন। জানতে চাচ্ছি, এ কথাটি সঠিক?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
জ্বি, উক্ত বক্তব্যটি সঠিক। বিশুদ্ধ সনদে এই বিষয়টি বর্ণিত হয়েছে। হাদিসের রাবীদের সম্পর্কে রচিত প্রসিদ্ধ কিতাব তাহযীবুল কামাল গ্রন্থে উল্লেখ আছে,
حَدَّثَنَا حماد بن قريش، قال: سمعت أسد بن عَمْرو يَقُولُ: صلى أَبُو حنيفة فيما حفظ عَلَيْهِ صلاة الفجر بوضوء العشاء أربعين سنة
‘হাম্মাদ ইবনে কুরাইশ (রহ.) বলেন, আমি আসআদ ইবনে আমর (রহ.)-কে বলতে শুনেছি, তিনি বলেন, ইমাম আবু হানীফা (রহ.) ৪০ বছর এশার অজু দ্বারা ফজরের নামাজ আদায় করেছেন।’ [তাহযীবুল কামাল ২৯/৪৩৪]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/14731/article-details.html