প্রশ্ন
অসুস্থ ব্যক্তির জন্য শরিয়তে বিশেষ কোনো ফজিলতের কথা বর্ণিত হয়েছে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
জ্বি, অসুস্থ ব্যক্তির জন্য বিশেষ বিশেষ ফজিলতের কথা বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে। নিম্নে কিছু উল্লেখ করা হল:
১. হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) ইরশাদ করেন,
‘মুসলিম ব্যক্তির উপর যে কষ্ট ক্লেশ, রোগ-ব্যাধি, উদ্বেগ-উৎকণ্ঠা, দুশ্চিন্তা, কষ্ট ও পেরেশানী আসে, এমনকি যে কাঁটা তার দেহে ফুটে, এ সবের মাধ্যমে আল্লাহ তার গুনাহসমূহ ক্ষমা করে দেন।’ [সহিহ বুখারি, হাদিস: ৫৬৪১-৫৬৪২]
২. হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) ইরশাদ করেন,
‘যে কেউ রোগাক্রান্ত হয়, তাত্থেকে গুনাহসমূহ এভাবে ঝরে যায়, যেভাবে গাছ হতে তার পাতাগুলো ঝরে যায়।’ [সহিহ বুখারি, হাদিস: ৫৬৪৭]
৩. হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) ইরশাদ করেন,
‘যখন বান্দা পীড়িত হয় কিংবা সফরে থাকে, তখন তার জন্য তা-ই লেখা হয়, যা সে আবাসে সুস্থ অবস্থায় আমল করত।’ [সহিহ বুখারি, হাদিস: ২৯৯৬]
এছাড়া আরো অসংখ্য ফজিলতের কথা বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/14713/article-details.html