প্রশ্ন
জনৈক ব্যক্তি মুসলমান হওয়ার পর শরিয়তের বিধি বিধান সম্পর্কে অজ্ঞ ছিল। কারণ, সে এমন এক এলাকায় বাস করত যেখানে ইসলাম সম্পর্কে জানার কোনো মাধ্যম ছিল না। ৫ বছর পর তার ইসলাম সম্পর্কে জানার সুযোগ হয়। এখন সে শরিয়তের বিধান যথাযথভাবে মানার চেষ্টা করছে। প্রশ্ন হল, ৫ বছরের নামাজ রোজার কি কাযা করতে হবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
অবস্থা যদি এমনই হয়ে থাকে, যেমনটি আপনি বলছেন, তাহলে উক্ত ব্যক্তি অপরাগ ছিল। কাজেই তার উপর উক্ত ৫ বছরের নামাজ-রোজার কাযা আবশ্যক হয়নি। আল্লাহ তাআলা কুরআন মাজিদে ইরশাদ করেন,
لَا يُكَلِّفُ اللَّهُ نَفْسًا إِلَّا وُسْعَهَا
‘আল্লাহ কাউকে তার সাধ্যাতীত কোন কাজের ভার দেন না।’ [সূরা বাকারা, আয়াত: ২৮৬]
রদ্দুল মুহতার ২/৫৩৬
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/14705/article-details.html