প্রশ্ন
রমজান মাসকে তিন ভাগে ভাগ করা সম্পর্কিত হাদিসটির কোনো ভিত্তি আছে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
রমজান মাসকে তিন ভাগে ভাগ করা সম্পর্কিত হাদিসটি সহিহ ইবনে খুজাইমা কিতাবে বর্ণিত হয়েছে। হাদিস শরিফে এসেছে, একটি দীর্ঘ হাদিসে রাসূল (সা.) ইরশাদ করেছেন,
عَنْ سَلْمَانَ قَالَ: خَطَبَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي آخِرِ يَوْمٍ مِنْ شَعْبَانَ فَقَالَ: أَيُّهَا النَّاسُ قَدْ أَظَلَّكُمْ شَهْرٌ عَظِيمٌ، شَهْرٌ مُبَارَكٌ …… وَهُوَ شَهْرٌ أَوَّلُهُ رَحْمَةٌ، وَأَوْسَطُهُ مَغْفِرَةٌ، وَآخِرُهُ عِتْقٌ مِنَ النَّارِ
‘সালমান (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, একবার রাসূল (সা.) শাবান মাসের শেষ দিকে আমাদের সামনে খুতবা দিতে দাঁড়ালেন। তখন তিনি বললেন, হে লোক সকল, তোমাদের সামনে এমন এক মাস এসেছে, যা বরকতময়। ……… এটা এমন এক মাস, যার প্রথম দশক রহমতের, মাঝের দশক মাগফিরাতের এবং শেষ দশক জাহান্নাম থেকে মুক্তির।’ [সহিহ ইবনে খুজাইমা, হাদিস: ১৮৮৭]
মুহাদ্দিসিনগণ উক্ত হাদিসকে যয়ীফ বলেছেন। [জামউল জাওয়ামে ১২/৩৮৮]
হাদিসটি যদিও যয়ীফ তবে ফাযায়েলের ক্ষেত্রে এ ধরনের যয়ীফ হাদিস গ্রহণযোগ্য হয়ে থাকে। উলামায়ে কেরাম এমনটিই বলে থাকেন।
আল আজকার ৭-৮
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/14655/article-details.html