প্রশ্ন
তাবলীগ জামাতের লোকেরা মসজিদে ঘুমিয়ে থাকে। জানতে চাচ্ছি, মসজিদে ঘুমানোর বৈধতার ব্যাপারে কোনো দলিল আছে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
জ্বি, অসংখ্য সহিহ হাদিস দ্বারা মসজিদে ঘুমানোর বিষয়টি প্রমাণিত। দীর্ঘ একটি হাদিসে এসেছে, আয়েশা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন,
‘অতঃপর সে (জনৈকা নারী) রাসূল (সা.)-এর নিকট এসে ইসলাম গ্রহণ করলো। আয়েশা (রা.) বলেন, তার জন্যে মসজিদে (নববীতে) একটা তাঁবু অথবা ছাপড়া করে দেয়া হয়েছিল।’ [সহিহ বুখারি, হাদিস: ৪৩৯]
আরেক হাদিসে এসেছে,
‘আব্বাদ ইবনে তামীম (রহ.) তাঁর চাচা হতে বর্ণনা করেন, তিনি (তাঁর চাচা) আল্লাহর রাসূল (সা.)-কে মসজিদে চিত হয়ে এক পায়ের উপর আরেক পা রেখে শুয়ে থাকতে দেখেছেন। ইবনে শিহাব (রহ.) সাঈদ ইবনে মুসায়্যাব (রহ.) হতে বর্ণনা করেন যে, উমর ও উসমান (রা.) এমন করতেন।’ [সহিহ বুখারি, হাদিস: ৪৭৫]
এছাড়াও আরো অনেক হাদিসে মসজিদে ঘুমানোর বিষয়টি এসেছে। কাজেই তাবলীগ জামাতের মসজিদে ঘুমাতে কোনো সমস্যা নেই।
মুসনাদে আহমদ, হাদিস: ২৬৯২৮; মুসান্নাফে ইবনে আবী শায়বা, হাদিস: ৪৯১১
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/14635/article-details.html