প্রশ্ন
এক ব্যক্তিকে বলতে শুনলাম, বাথরুমে সহবাস করলে নাকি গুনাহ হয়। জানতে চাচ্ছি, এ ব্যাপারে শরিয়তের কোনো দলিল আছে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
বর্তমান বাথরুমগুলো সাধারণত পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকে তাই তাতে স্ত্রী সহবাস করতে শরিয়তের দৃষ্টিতে নিষেধ না হলেও তা উত্তম নয়। বরং ঘরের নির্জন স্থানেই সহবাস করার উপযুক্ত স্থান। আর বাথরুমে সহবাস করা রুচিসম্মত বিষয়ও নয়।
তবে কেউ যদি বাথরুমে স্ত্রী সহবাস করে তাহলে বাথরুমে প্রবেশের আগে অবশ্যই বাথরুমে প্রবেশের দোয়া পাঠ করে নিতে হবে। কারণ, বাথরুমে সাধারণত জিন ও শয়তান উপস্থিত থাকে। দোয়া পড়া হলে তারা আর বনি আদমের লজ্জাস্থান দেখতে পায় না। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেছেন,
إِنَّ هَذِهِ الْحُشُوشَ مُحْتَضَرَةٌ، فَإِذَا أَتَى أَحَدُكُمُ الْخَلَاءَ فَلْيَقُلْ: أَعُوذُ بِاللهِ مِنَ الْخُبُثِ وَالْخَبَائِثِ
‘সাধারণতঃ পায়খানার স্থানে শয়তান এসে থাকে। সুতরাং তোমাদের কেউ পায়খানায় প্রবেশকালে যেন বলে, আমি আল্লাহর কাছে শাইত্বান ও যাবতীয় অপবিত্রতা হতে আশ্রয় চাইছি।’ [সুনানে আবু দাউদ, হাদিস: ৬]
আরেক হাদিসে এসেছে, রাসূল (সা.) ইরশাদ করেছেন,
سَتْرُ مَا بَيْنَ أَعْيُنِ الجِنِّ وَعَوْرَاتِ بَنِي آدَمَ: إِذَا دَخَلَ أَحَدُهُمُ الخَلَاءَ، أَنْ يَقُولَ: بِسْمِ اللَّهِ
‘জিনের দৃষ্টি ও আদম সন্তানের লজ্জাস্থানের মাঝখানে পর্দা হলো, যখন তাদের কেউ পায়খানায় প্রবেশ করে সে যেন বিসমিল্লাহ বলে।’ [সুনানে তিরমিযী, হাদিস: ৬০৬]
তবে সর্ববাস্থায় উত্তম হল, ঘরের এমন স্থানে সহবাসে রত হওয়া যেখানে কেউ তাদের মিলনের দৃশ্য দেখতে পারবে না।
সুতরাং উক্ত ব্যক্তির বক্তব্য সঠিক নয়। বাথরুমে সহবাস করা অনুত্তম হলেও গুনাহ হবে না।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/14619/article-details.html