প্রশ্ন
নামাজের পর সম্মিলিত দোয়া করা কি বিদআত?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
নামাজের পর দোয়া করা শরিয়ত সম্মত। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন, আল্লাহ তাআলা রাসূল (সা.)-কে লক্ষ্য করে বলেন,
‘হে মুহাম্মাদ! তুমি যখন নামাজ আদায় করবে তখন এই দোয়া পড়বে, “আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফি’লাল খাইরাতি ওয়া তারকাল মুনকারাতি ওয়া হুব্বাল মাসাকীনি ওয়া ইযা আরাদতা বি-ইবাদিকা ফিতনাতান ফাকবিযনী ইলাইকা গাইরা মাফতুনিনা” (হে আল্লাহ! আমি তোমার নিকট ভাল কাজ করার, খারাপ কাজ ত্যাগ করার এবং গারীব-নিঃস্বদের ভালবাসার মনোস্কামনা চাই। তুমি যখন তোমার বান্দাদের কঠিন পরীক্ষায় নিক্ষেপ করার ইচ্ছা কর, তখন আমাকে এ ফিতনায় জড়িয়ে পড়ার আগেই তোমার নিকট উঠিয়ে নাও)।’ [সুনানে তিরমিযী, হাদিস: ৩২৩৩]
সম্মিলিত দোয়া করাও শরিয়ত সম্মত। হাদিস শরিফে এসেছে,
‘আনাস ইবনে মালিক (রা.) হতে বর্ণিত। তিনি বলেন, এক বেদুঈন জুমুআর দিন রাসূলূল্লাহ (সা.)-এর নিকট উপস্থিত হয়ে বলল, হে আল্লাহর রাসূল! (অনাবৃষ্টিতে) পশুগুলো মরে যাচ্ছে, পরিবার-পরিজন মারা যাচ্ছে, মানুষ ধ্বংস হয়ে যাচ্ছে। তখন আল্লাহর রাসূল (সা.) দোয়ার জন্য দু’হাত উঠালেন। লোকজনও দোয়ার জন্য আল্লাহর রাসূল (সা.)-এর সঙ্গে হাত উঠিয়ে দোয়া করতে লাগলেন।’ [সহিহ বুখারি, হাদিস: ১০২৯]
যেহেতু উভয় আমলই শরিয়ত সম্মত, তাই নামাজের পর সম্মিলিত দোয়া করতে কোনো সমস্যা নেই।
তবে মনে রাখতে হবে, কেউ যদি নামাজের পর সম্মিলিত দোয়াকে আবশ্যক মনে করে তাহলে তা বিদআত হবে।
শরহুত তীবী ৩/৩৭৪; রদ্দুল মুহতার ২/৫৯৮
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/14567/article-details.html