প্রশ্ন
কোনো মুমিন যদি অপরাধী ও পাপী হয় তাহলে তাকে লানত করা যাবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
একজন মুমিন ব্যক্তিকে লানত করা কোনো অবস্থাতেই বৈধ নয়। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) ইরশাদ করেন,
لاَ يَكُونُ الْمُؤْمِنُ لَعَّانًا
‘মুমিন ব্যক্তি কখনো লানতকারী হতে পারে না।’ [সুনানে তিরমিযী, হাদিস: ২০১৯]
অপর আরেক হাদিসে এসেছে, রাসূল (সা.) ইরশাদ করেন,
لَعْنُ الْمُؤْمِنِ كَقَتْلِهِ
‘কোনো মুমিনকে লানত করা তাকে হত্যা করার সমতুল্য।’ [মুসনাদে আহমাদ, হাদিস: ১৬৩৮৫]
কাজেই কোনো মুমিন অপরাধী ও পাপী হলেও তাকে লানত করা যাবে না।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/14511/article-details.html