প্রশ্ন
আল্লাহকে তুমি বলে সম্বোধন করা যাবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
আল্লাহ তাআলা সর্বোচ্চ সম্মানের অধিকারী। কুরআন মাজিদে ইরশাদ হয়েছে,
إِنَّ الْعِزَّةَ لِلَّهِ جَمِيعًا هُوَ السَّمِيعُ الْعَلِيمُ
‘নিশ্চয় সকল মর্যাদা আল্লাহর। তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞানী।’ [সূরা ইউনুস, আয়াত: ৬৫]
অভিধানে তুমি শব্দটি স্নেহের, ঘনিষ্ঠ, পিতা-মাতা, সন্তান ও প্রতিপালকের ক্ষেত্রে ব্যবহৃত হয়।
এ অর্থের দিকে লক্ষ্য করলে বুঝা যাচ্ছে, আল্লাহকে তুমি বলে সম্বোধন করতে কোনো সমস্যা নেই। কারণ এতে আল্লাহর প্রতি অসম্মান দেখানো হয় না।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/14489/article-details.html