প্রশ্ন
কোনো আগন্তুক আসলে তাকে আগে সালাম দিতে হবে, নাকি আগে স্বাগত জানাবে, তারপর সালাম দিবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
কোনো আগন্তুক আসলে তাকে আগে সালাম দেওয়া যাবে। আবার স্বাগত জানিয়েও তারপর সালাম দেওয়া যাবে। উভয়টি শরিয়ত সম্মত। হাদিস শরিফে এসেছে,
عَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا قَالَتْ أَقْبَلَتْ فَاطِمَةُ تَمْشِيْ كَأَنَّ مِشْيَتَهَا مَشْيُ النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ النَّبِيُّ مَرْحَبًا بِابْنَتِيْ ثُمَّ أَجْلَسَهَا عَنْ يَمِيْنِهِ أَوْ عَنْ شِمَالِهِ
‘আয়েশা (রা.) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূল (সা.)-এর চলার ভঙ্গিতে চলতে চলতে ফাতিমা (রা.) আমাদের নিকট আগমন করলেন। তাঁকে দেখে রাসূল (সা.) বললেন, আমার স্নেহের কন্যাকে মোবারকবাদ। অতঃপর তাঁকে তার ডানপাশে অথবা বামপাশে বসালেন।’ [সহিহ বুখারি, হাদিস: ৩৬২৩]
আরেক হাদিসে এসেছে,
‘উম্মু হানী বিনতে আবু তালিব (রা.) হতে বর্ণিত। তিনি বলেন, মক্কা বিজয়ের বছর আমি আল্লাহর রাসূল (সা.)-এর নিকট গেলাম। তখন তাঁকে এমন অবস্থায় পেলাম যে, তিনি গোসল করছিলেন এবং তাঁর মেয়ে ফাতিমা (রা.) তাঁকে পর্দা করছিলেন। আমি তাঁকে সালাম করলাম। তিনি বললেন, ইনি কে? আমি বললাম, আমি উম্মু হানী বিনতে আবু তালিব। তখন তিনি বললেন, মারহাবা হে উম্মু হানী!’ [সহিহ বুখারি, হাদিস: ৩১৭১]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/14477/article-details.html