প্রশ্ন
আপনাদের ওয়েব সাইটের মাধ্যমে জানতে পেরেছি যে, রওজার সামনে গিয়ে ‘আসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ’ দরূদটি পাঠ করা যাবে। জানতে চাচ্ছি, দূর থেকে অর্থাৎ বাংলাদেশ থেকেও কি উক্ত দরূদটি পাঠ করা যাবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
বাংলাদেশ থেকে উক্ত দরূদ পাঠকারীর দুইটি অবস্থার যেকোনো একটি হবে। ১. হয়ত সে এই আকীদায় বিশ্বাসী হবে যে, রাসূল (সা.) হাজির নাজির। তিনি সর্বত্র বিদ্যমান। সবকিছু শোনেন। ২. অথবা তার এ জাতীয় কোনো বিশ্বাস থাকবে না। বরং তার বিশ্বাস থাকবে, ফেরেশতারা আমার এ দরূদ মদীনায় রাসূল (সা.)-এর কাছে পৌঁছিয়ে দিবে।
প্রথম শ্রেণির ব্যক্তির জন্য এভাবে দরূদ পাঠ করা বৈধ হবে না। কারণ উক্ত আকীদাটি শরিয়ত বিরোধী ও কুফরী একটি আকীদা। তা থেকে বেঁচে থাকা জরুরি।
আর দ্বিতীয় শ্রেণির ব্যক্তির জন্য এভাবে দরূদ পাঠ বৈধ হলেও উত্তম হল রাসূল (সা.) যেভাবে দরূদ পাঠ করতে বলেছেন, সেভাবে দরূদ পাঠ করা। হাদিস শরিফে এসেছে,
عَنْ كَعْبِ بْنِ عُجْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قِيْلَ يَا رَسُوْلَ اللهِ أَمَّا السَّلَامُ عَلَيْكَ فَقَدْ عَرَفْنَاهُ فَكَيْفَ الصَّلَاةُ عَلَيْكَ قَالَ قُوْلُوا اللهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى آلِ إِبْرَاهِيْمَ إِنَّكَ حَمِيْدٌ مَجِيْدٌ اللهُمَّ بَارِكْ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلَى آلِ إِبْرَاهِيْمَ إِنَّكَ حَمِيْدٌ مَجِيْدٌ
‘কা‘ব ইবনে উজরাহ (রা.) হতে বর্ণিত। বলা হল, হে আল্লাহর রাসূল! আপনার উপর সালাম (সম্পর্কে) আমরা অবগত হয়েছি; কিন্তু সালাত কীভাবে? তিনি বললেন, তোমরা বলবে, ‘‘হে আল্লাহ! তুমি মুহাম্মাদ এবং মুহাম্মাদের পরিবারবর্গের উপর রহমত নাযিল কর, যেমনিভাবে ইব্রাহীম-এর পরিবারবর্গের উপর তুমি রহমত নাযিল করেছ। নিশ্চয়ই তুমি প্রশংসিত, মর্যাদাবান। হে আল্লাহ! তুমি মুহাম্মদ-এর উপর এবং মুহাম্মাদ-এর পরিবারবর্গের প্রতি বারাকাত নাযিল কর। যেমনিভাবে তুমি বারাকাত নাযিল করেছ ইব্রাহীমের পরিবারবর্গের প্রতি। নিশ্চয়ই তুমি প্রশংসিত, মর্যাদাবান।’ [সহিহ বুখারি, হাদিস: ৪৭৯৭]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/14392/article-details.html