প্রশ্ন
আমাদের মসজিদে কিছু ফ্যানের প্রয়োজন ছিল। জনৈক চোরাকারবারি দুইটি ফ্যান মসজিদে দান করেছে। জানতে চাচ্ছি, তার দান গ্রহণ করা যাবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
মসজিদে হারাম সম্পদ দান করা বা মসজিদের জন্য হারাম সম্পদ গ্রহণ করা কোনোটিই বৈধ নয়। কুরআন মাজিদে ইরশাদ হয়েছে,
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا أَنْفِقُوا مِنْ طَيِّبَاتِ مَا كَسَبْتُمْ وَمِمَّا أَخْرَجْنَا لَكُمْ مِنَ الْأَرْضِ وَلَا تَيَمَّمُوا الْخَبِيثَ مِنْهُ تُنْفِقُونَ وَلَسْتُمْ بِآخِذِيهِ إِلَّا أَنْ تُغْمِضُوا فِيهِ وَاعْلَمُوا أَنَّ اللَّهَ غَنِيٌّ حَمِيدٌ
‘হে মুমিনগণ, তোমরা ব্যয় কর উত্তম বস্তু, তোমরা যা অর্জন করেছ এবং আমি যমীন থেকে তোমাদের জন্য যা উৎপন্ন করেছি তা থেকে এবং নিকৃষ্ট বস্তুর ইচ্ছা করো না যে, তা থেকে তোমরা ব্যয় করবে। অথচ চোখ বন্ধ করা ছাড়া যা তোমরা গ্রহণ করো না। আর জেনে রাখ, নিশ্চয় আল্লাহ অভাবমুক্ত, সপ্রশংসিত।’ [সূরা বাকারা, আয়াত: ২৬৭]
হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন-
إن الله طيب لا يقبل إلا طيبا
‘নিশ্চয় আল্লাহ পবিত্র। অপবিত্র বস্তু (হারাম বা সন্দেহযুক্ত জিনিস) তিনি কবুল করেন না।’ [সহিহ মুসলিম, হাদিস: ১০১৫]
উক্ত চোরাকারবারির যদি হালাল কোনো ইনকাম সোর্স না থাকে তাহলে তার এ দান মসজিদে কবুল করা যাবে না।
কিন্তু তার যদি কোনো হালাল ইনকাম সোর্স থাকে এবং সে হালাল সম্পদ থেকে তা দিয়ে থাকে তাহলে তা গ্রহণ করা যাবে।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/14372/article-details.html