প্রশ্ন
কেবলামুখী হয়ে আজান দেওয়া কি জরুরি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
কেবলামুখী হয়ে আজান দেওয়া জরুরি কোনো বিষয় নয়। বরং মুস্তাহাব। আল্লামা ইবনে কুদামা (রহ.) বলেন,
المُسْتَحَبُّ أنْ يُؤَذِّنَ مُسْتَقْبِلَ القِبْلَةِ، لا نَعْلَمُ فيه خِلَافًا؛ فإنَّ مُؤَذِّنِى النَّبِيِّ -صلى اللَّه عليه وسلم- كانوا يُؤَذِّنُونَ مُسْتَقْبِلى القِبْلَة
‘মুয়াজ্জিনের জন্য মুস্তাহাব হল, কেবলামুখী হয়ে আজান দেওয়া। এতে উলামায়ে কেরামের কোনো মতভেদ নেই। কারণ, রাসূল (সা.)-এর মুয়াজ্জিনগণ কেবলামুখী হয়েই আজান দিতেন।’ [আল মুগনী ২/৮৪]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/14344/article-details.html