প্রশ্ন
বর্তমানে পীর সাহেবরা যে কাপড় ধরে বাইয়াত করান তা কি সুন্নাহ সম্মত পদ্ধতি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
না, কাপড় ধরে বাইয়াত করানো সুন্নাহ সম্মত পদ্ধতি নয়। বরং সুন্নাহ সম্মত পদ্ধিত হল, পুরুষদেরকে হাত ধরে বাইয়াত করানো। আর নারীদেরকে মৌখিকভাবে বাইআত করানো। কারণ নারীদের হাত ধরে বাইআত করানো হারাম। হাদিস শরিফে এসেছে,
‘আওফ ইবনে মালিক (রা.) সূত্রে বর্ণিত। তিনি বলেন, আমরা সাতজন অথবা আটজন অথবা নয়জন রাসূল (সা.)-এর নিকট ছিলাম। তিনি বললেন: তোমরা কি আল্লাহর রাসূল (সা.)-এর নিকট বাইআত গ্রহণ করবে না? অথচ আমরা কয়েকদিন আগেই বাইআত নিয়েছি, তাই আমরা বললাম, আমরা তো আপনার কাছে বাইআত হয়েছি। এমনকি তিনি এ কথাটি তিনবার বললেন। অতঃপর আমরা আমাদের হাত প্রসারিত করে বাইআত গ্রহণ করলাম। একজন বললেন: হে আল্লাহর রাসূল! আমরা তো বাইআত করেছি, তাহলে এখন আবার কিসের উপর বাইআত হবো? তিনি বললেন: তোমরা এক আল্লাহর ইবাদাত করবে, তাঁর সাথে কাউকে শরীক করবে না, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে এবং আমীরের কথা শুনবে ও তার আনুগত্য করবে। তিনি সংক্ষেপে নিচু স্বরে বললেন: মানুষের কাছে কিছু সওয়াল করবে না। বর্ণনাকারী বলেন: এদের কেউই (সফরে) একটি ছড়ি নীচে পড়ে গেলেও অন্যকে তা তুলে দিতে অনুরোধ করেননি।’ [সহিহ মুসলিম, হাদিস: ১০৪৩; সুনানে আবু দাউদ, হাদিস: ১৬৪২]
হাদিস শরিফে এসেছে,
‘উরওয়া থেকে বর্ণিত।তিনি বলেন, মহিলাদের বাইয়াত বিষয়ে আম্মাজান আয়শা (রা.) বলেছেন: রাসূল (সা.) কখনোই মহিলাদের হাত স্পর্শ করেননি। বরং তিনি মুখে মুখে বাইআত নিয়ে নিতেন। বাইআত হয়ে গেলে বলতেন, যাও! তোমাকে আমি বাইআত করে নিয়েছি।’[সহিহ মুসলিম, হাদিস: ১৮৬৬]
তবে বর্তমানে মানুষ বেশি হওয়ার কারণে কাপড় ধরে বাইয়াত করানো হয়। কারণ এক্ষেত্রে সবার হাত ধরা সম্ভব হয় না। তবে কাপড় ধরে বাইয়াত করানোকে সুন্নত মনে করা যাবে না।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/14342/article-details.html