প্রশ্ন
ভাত খাওয়ার সময় হাতে তরকারির ঝোল লেগে থাকে। জানতে চাচ্ছি, পানি খাওয়ার প্রয়োজন দেখা দিলে বাম হাত দিয়ে গ্লাস ধরে ডান হাতের পিঠ দিয়ে গ্লাসের তলায় ঠেস লাগিয়ে পানি পান করা যাবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
হাদিস শরিফে বাম হাতে পানাহার করতে নিষেধ করা হয়েছে। রাসূল (সা.) বলেন-
إِذَا أَكَلَ أَحَدُكُمْ فَلْيَأْكُلْ بِيَمِينِهِ وَإِذَا شَرِبَ فَلْيَشْرَبْ بِيَمِينِهِ فَإِنَّ الشَّيْطَانَ يَأْكُلُ بِشِمَالِهِ وَيَشْرَبُ بِشِمَالِهِ
‘তোমাদের কেউ যখন খাবে তখন যেন ডান হাতে খায়। কেউ যখন পান করবে তখন যেন ডান হাতে পান করে। কারণ, শয়তান বাম হাতে পানাহার করে।’ [সহিহ মুসলিম, হাদিস: ৫৩৮৪]
তবে উলামায়ে কেরামগণ বলেন, প্রয়োজন পড়লে ডান হাতের পাশাপাশি বাম হাতও ব্যবহার করা যাবে।
সুতরাং খাবারের সময় প্রয়োজন পড়লে বাম হাতের সহযোগিতা নেওয়া যাবে। শরিয়তের দৃষ্টিতে এতে কোনো সমস্যা নেই।
তাফসীরে কুরতুবী ৩/২৫৩; আল মাজমু ১/৩১৬; উমদাতুল কারী ১৪/৩৮৭
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/14295/article-details.html