প্রশ্ন
কিছুদিন আগে এক ব্যক্তি আমার কাছ থেকে ২০ কেজি আউশ ধান করজ হিসেবে নেয়। কয়েক মাস পর পরিশোধের সময় ১৫ কেশি আউশ ধান দিয়ে তার চেয়ে দামি ও উন্নত মানের পোলাওয়ের ধান ৫ কেজি দেয়। আমি নিতে না চাইলেও সে জোর করে দেয়। জানতে চাচ্ছি, এভাবে নেওয়া কি আমার জন্য বৈধ হয়েছে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
যে বস্তু ঋণ নেওয়া হয় তার চেয়ে বেশি বা উত্তম বস্তু পরিশোধ করা সুন্নত। হাদিস শরিফে এসেছে,
‘আবু হুরায়রা (রা.) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূল (সা.)-এর যিম্মায় একজন লোকের এক নির্দিষ্ট বয়সের উট ঋণ ছিল। লোকটি তাঁর নিকট সেটির তাগাদা করতে আসল। তিনি সাহাবীদের বললেন, তাকে একটি উট দিয়ে দাও। তাঁরা সে বয়সের উট তালাশ করলেন। কিন্তু তার চেয়ে বেশী বয়সের উট ছাড়া পাওয়া গেল না। তিনি বললেন, সেটি তাকে দিয়ে দাও। লোকটি বলল, আপনি আমাকে পূর্ণ হক দিয়েছেন, আল্লাহ আপনার পূর্ণ বদলা দিন। রাসূল (সা.) বললেন, তোমাদের মধ্যে উত্তম লোক সেই, যে উত্তমরূপে ঋণ পরিশোধ করে।’ [সহিহ বুখারি, হাদিস: ২৩৯৩]
কাজেই আপনার জন্য দামি ধান গ্রহণ করা বৈধ হয়েছে।
কিন্তু আপনি যদি আগে থেকে দামি ধান দেওয়ার শর্তারোপ করে থাকেন, কিংবা আপনাদের সমাজে এমনটির প্রচলন থাকে তাহলে আপনার জন্য তা গ্রহণ করা বৈধ হবে না।
আদ্দুররুল মুখতার ৫/১৬৫
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/14279/article-details.html