প্রশ্ন
আমার এক আত্মীয় বললেন, জুতা স্যান্ডেল বাম হাতে বহন করা উত্তম। ডান হাতে বহন করা উচিৎ নয়। জানতে চাচ্ছি, তার কথা কি সঠিক?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
জ্বি, জুতা স্যান্ডেল বাম হাতে বহন করাই উত্তম। কারণ রাসূল (সা.) ডান হাত সর্বদা ভালো কাজে ব্যবহার করতেন। হাদিস শরিফে এসেছে,
عَنْ عَائِشَةَ، قَالَتْ: كَانَتْ يَدُ رَسُولِ اللهِ صلي الله عليه وسلم الْيُمْنَى لِطُهُورِهِ، وَطَعَامِهِ وَكَانَتْ يَدُهُ الْيُسْرَى لِخَلَائِهِ، وَمَا كَانَ مِنْ أَذًى
‘আয়েশা (রা.) সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূল (সা.)-এর ডান হাত ছিল পবিত্রতা অর্জন ও খাদ্য গ্রহণের জন্য। আর তাঁর বাম হাত ছিল শৌচ ও অন্যান্য নিকৃষ্ট বা কষ্টদায়ক কাজের জন্য।’ [সুনানে আবু দাউদ, হাদিস: ৩৩]
কাজেই জুতা স্যান্ডেল ডান হাতে বহন না করে বাম হাতে বহন করবে।
মিরকাত শরহে মিশকাত ৮/২৬৯
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/14229/article-details.html