প্রশ্ন
আমার স্বামী শ্বেত রোগে আক্রান্ত। তার ভাইয়েরাও একই রোগে আক্রান্ত। ফলে তাদের সন্তানগুলোও শ্বেত রোগে আক্রান্ত হয়েছে। আমার এখনো সন্তান হয়নি। আমি আশংকা করছি আমার সন্তানও শ্বেত রোগে আক্রান্ত হবে। তাছাড়া শ্বেত রোগের কারণে স্বামীর কাছে যেতে আমি অস্বস্তিবোধ করি। জানতে চাচ্ছি, উক্ত কারণে আমি কি তালাক চাইতে পারব?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
যথাযথ কারণ ছাড়া স্ত্রীর জন্য স্বামীর কাছে তালাক চাওয়া হারাম। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) ইরশাদ করেছেন,
أَيُّمَا امْرَأَةٍ سَأَلَتْ زَوْجَهَا طَلَاقًا مِنْ غَيْرِ بَأْسٍ فَحَرَامٌ عَلَيْهَا رَائِحَةُ الجَنَّةِ
‘স্বামীর নিকট হতে যেসব নারী কোনো বিবেচনাযোগ্য কারণ ছাড়াই তালাক চায় তার জন্য জান্নাতের সুগন্ধও হারাম।’ [সুনানে তিরমিযী, হাদিস: ১১৮৭]
তবে শ্বেত রোগ এমন এক ওযর যার কারণে স্ত্রী তার স্বামীর কাছে তালাক চাইতে পারবে। ইবনে কুদামা (রহ.) বিয়ে ভেঙ্গে দেওয়ার গ্রহণযোগ্য ওযর সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেন,
فإن الجذام والبرص يثيران نفرة في النفس تمنع قربانه، ويخشى تعديه إلى النفس والنسل، فيمنع الاستمتاع
‘কুষ্ঠ ও শ্বেত রোগ অন্তরে অনীহা সৃষ্টি করে এবং এই রোগে আক্রান্ত ব্যক্তির নিকটবর্তী হতে বাধা প্রদান করে। তাছাড় উক্ত রোগ ব্যক্তি ও তার বংশের মাঝে বিস্তার লাভ করার আশংকা দেখা দেয়। ফলে উপভোগ বাধাগ্রস্ত হয়।’ [আল মুগনী ৭/১৮৫]
সুতরাং আপনি যেহেতু আপনার অনাগত সন্তানের ব্যাপারে আশংকা করছেন তাই আপনি উক্ত কারণে তালাক চাইতে পারবেন।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/14143/article-details.html