প্রশ্ন
জনৈক ব্যক্তিকে বলতে শুনলাম, মুসলমানরা নাকি মসজিদের গম্বুজ তৈরির আইডিয়া বিধর্মীদের কাছ থেকে নিয়েছে। কারণ, পারসিকরা নাকি সর্বপ্রথম গম্বুজ নির্মাণ করেছিল। জানতে চাচ্ছি, উক্ত বিষয়টি কতটুকু সঠিক?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
মসজিদের গম্বুজ তৈরির আইডিয়া বিধর্মীদের কাছ থেকে নেওয়া নয়। বরং ইবরাহীম (আ.)-এর যুগ থেকেই তা বিদ্যমান ছিল। এমনকি একটি মত এও রয়েছে যে, ইবরাহীম (আ.) নিজেই বায়তুল্লাহ নির্মাণের সময় একটি গম্বুজ বানিয়ে ছিলেন। কুরআন মাজিদে ইরশাদ হয়েছে,
وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ
‘যখন ইবরাহীম ও ইসমাঈল কা‘বার ভিত্তি স্থাপন করল (তখন বলল) হে আমাদের রাব্ব! আমাদের পক্ষ হতে এটি গ্রহণ করুন, নিশ্চয়ই আপনি শ্রবণকারী, মহাজ্ঞানী।’ [সূরা বাকারা, আয়াত: ১২৭]
উক্ত আয়াতের ব্যাখ্যায় ইমাম তাবারী (রহ.) বলেন,
وجائز أن يكون ذلك كان القبة التي ذكرها عطاء، مما أنشأه الله من زبد الماء
‘এটিও হতে পারে যে, তা (কাওয়ায়িদ) ঐ গম্বুজ যার কথা তাবেয়ী আতা (রহ.) উল্লেখ করেছেন। যা আল্লাহ তাআলা পানির ফেনা থেকে সৃষ্টি করেছিলেন।’ [তাফসীরে তাবারী ৩/৬৪]
কাজেই মুসলমানরা গম্বুজ বানানোর আইডিয়া বিধর্মীদের কাছ থেকে নিয়েছে- এটি একটি ভিত্তিহীন ও প্রমাণবিহীন বক্তব্য।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/14127/article-details.html