প্রশ্ন
নামাজরত অবস্থায় কেউ যদি তাল মিছরি মুখে দিয়ে কেউ না চাবায় তাহলে তার নামাজের কোনো ক্ষতি হবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
নামাজরত অবস্থায় পানাহার করলে নামাজ ভেঙ্গে যায়। এ ব্যাপারে সকল উলামায়ে কেরাম একমত। মিছরি মুখে রেখে না চাবালেও মিছরির রস গলায় চলে যায়।
কাজেই মুখে মিছরি রেখে নামাজ পড়লে নামাজ নষ্ট হয়ে যাবে।
আল আওসাত ৫/১০৯; আল মুগনী ৩/২১১; আলবাহরুর রায়েক ২/১১
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/14121/article-details.html