প্রশ্ন
জুমআর নামাজ ওয়াজিব নাকি ফরজ?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
জুমআর নামাজ ফরজ। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন-
من ترك ثلاث جمع تهاونا بها طبع الله على قلبه
‘যে অবজ্ঞা করে তিনিট জুমআ ছেড়ে দেয় আল্লাহ তাআলা তার হৃদয়ে মোহর মেরে দেন।’ [সুনানে নাসায়ি, হাদিস: ১৬৫৬]
ফুকাহায়ে কেরাম বলেন, হাদিসে যে ধমকি এসেছে, এজাতীয় ধমকি শুধু ফরজ ছেড়ে দেওয়ার কারণেই হয়ে থাকে। এ কারণে ফুকাহায়ে কেরাম জুমআর নামাজকে ফরজ বলেছেন।
বাদায়েউস সানায়ে ১/২৫৬
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/14059/article-details.html