প্রশ্ন
অজুর পর কালিমায়ে শাহাদাত পাঠের সময় কি আকাশের দিকে তাকাতে হবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
অজুর পর কালিমায়ে শাহাদাত পাঠ করা শরিয়ত সম্মত ও মুস্তাহাব। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) ইরশাদ করেন,
مَا مِنْكُمْ مِنْ أَحَدٍ يَتَوَضَّأُ فَيُبْلِغُ – أَوْ فَيُسْبِغُ – الْوُضُوءَ ثُمَّ يَقُولُ أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَأَنَّ مُحَمَّدًا عَبْدُ اللَّهِ وَرَسُولُهُ إِلاَّ فُتِحَتْ لَهُ أَبْوَابُ الْجَنَّةِ الثَّمَانِيَةُ يَدْخُلُ مِنْ أَيِّهَا شَاءَ
‘তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি উত্তম ও পূর্ণরূপে অজু করে এ দোয়া পড়বে- ‘আশহাদু আল্লা-ইলা-হা ইল্লাল্ল-হু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু’। তার জন্যে জান্নাতের আটটি দরজা খুলে যাবে এবং যে দরজা দিয়ে ইচ্ছা সে জান্নাতে প্রবেশ করতে পারবে।’ [সহিহ মুসলি, হাদিস: ২৩৪]
তবে সহিহ হাদিসগুলোতে শুধু কালিমায়ে শাহাদাত পাঠ করার কথা এসেছে। আকাশের দিকে তাকানোর ব্যাপারে সহিহ কোনো বর্ণনা পাওয়া যায় না। তবে একটি যয়ীফ হাদিসে আকাশের দিকে তাকানোর বিষয়টি বর্ণিত হয়েছে। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন,
مَنْ تَوَضَّأَ فَأَحْسَنَ الْوُضُوءَ، ثُمَّ رَفَعَ نَظَرَهُ إِلَى السَّمَاءِ، فَقَالَ: أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، فُتِحَتْ لَهُ ثَمَانِيَةُ أَبْوَابِ الْجَنَّةِ، يَدْخُلُ مِنْ أَيِّهَا شَاءَ
‘যে ব্যক্তি উত্তমরূপে অজু করে আকাশের দিকে তাকিয়ে বলবে, ‘আশহাদু আল্লা-ইলা-হা ইল্লাল্ল-হু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু’। তার জন্যে জান্নাতের আটটি দরজা খুলে যাবে এবং যে দরজা দিয়ে ইচ্ছা সে জান্নাতে প্রবেশ করতে পারবে।’ [মুসনাদে আহমাদ, হাদিস: ১২১]
উলামায়ে কেরাম বলেন, ফজিলতের ক্ষেত্রে যয়ীফ হাদিস আমলযোগ্য। কাজেই আবশ্যক মনে না করে অজুর পর কালিমায়ে শাহাদাত পাঠের সময় আকাশের দিকে তাকানো যেতে পারে।
আল আযকার, পৃ. ৭-৮
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/13845/article-details.html