প্রশ্ন
ছেলের নাম মুহাম্মাদ নবি রাখা যাবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
না, ছেলের নাম মুহাম্মাদ নবি রাখা যাবে না। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন,
تَسَمَّوْا بِاسْمِي وَلاَ تَكْتَنُوا بِكُنْيَتِي
‘আমার নামে তোমরা নাম রেখ; কিন্তু আমার উপনামে (কুনিয়াতে) তোমরা নাম রেখ না।’ [সহিহ বুখারি. হাদিস: ১১০]
তবে শুধু মুহাম্মাদ নাম রাখা যাবে। শরিয়তের দৃষ্টিতে এতে কোনো সমস্যা নেই।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/13813/article-details.html