প্রশ্ন
বিবাহ করলে সওয়াব লাভ হবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
বিবাহ রাসূল (সা.)-এর সুন্নতের অন্তর্ভুক্ত। সাহাবায়ে কেরামকে রাসূল (সা.) বিবাহ করতে উৎসাহ দিতেন। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেছেন,
‘আল্লাহর কসম! আমি আল্লাহকে তোমাদের চেয়ে বেশি ভয় করি এবং তোমাদের চেয়ে তাঁর প্রতি বেশিঅনুগত; অথচ আমি রোজা পালন করি, আবার তা থেকে বিরতও থাকি। নামাজ আদায় করি এবং নিদ্রা যাই ও নারীদেরকে বিয়েও করি। সুতরাং যারা আমার সুন্নতের প্রতি বিরাগ পোষণ করবে, তারা আমার দলভুক্ত নয়।’ [সহিহ বুখারি, হাদিস: ৫০৬৩]
অপর আরেক হাদিসে এসেছে, রাসূল (সা.) ইরশাদ করেছেন,
‘বিবাহ করা আমার সুন্নত। যে ব্যক্তি আমার সুন্নত মোতাবেক কাজ করলো না সে আমার দলভুক্ত নয়। তোমরা বিবাহ করো, কেননা আমি তোমাদের সংখ্যাধিক্য নিয়ে অন্যান্য উম্মতের সামনে গর্ব করবো। অতএব যার সামর্থ্য আছে সে যেন বিবাহ করে এবং যার সামর্থ্য নেই সে যেন রোজা রাখে। কারণ রোজা তার জন্য জৈবিক উত্তেজনা প্রশমনকারী।’ [সুনানে ইবনে মাজাহ, হাদিস: ১৮৪৬]
সুতরাং কেউ যদি বিবাহের দ্বারা রাসূল (সা.)-এর সুন্নতের অনুসরণের নিয়তে বা গুনাহ থেকে বেঁচে থাকার নিয়তে বিয়ে করে তাহলে অবশ্যই সে এর দ্বারা সওয়াব লাভ করবে।
কিন্তু সে যদি নিছক দুনিয়াবি রীতিনীতি অনুসারে বিয়ে করে থাকে তাহলে তা অন্যান্য মুবাহ কাজের অন্তর্ভুক্ত হবে। যা বৈধ হলেও এর জন্য কোনো সওয়াব লাভ হবে না।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/13777/article-details.html