প্রশ্ন
আমার এক বন্ধু কসম করেছিল যে, সে যতবার বিয়ে করবে ততবারই তালাক। জানতে চাচ্ছি, এখন কি সে কোনোভাবে বিয়ে করতে পারবে না?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
উক্ত বক্তব্যের কারণে সেই ব্যক্তি যতবার বিয়ে করবে ততবারই তালাক পতিত হয়ে যাবে।
তবে হানাফী মাযহাব অনুসারে, একটি কৌশল অবলম্বন করলে উক্ত কসম থেকে বেঁচে থেকে সে ব্যক্তি বিয়ে করতে পারবে। তা হল, উক্ত ব্যক্তির কোনো পরিচিত ব্যক্তি দুইজন স্বাক্ষীর সামনে নির্দিষ্ট মোহরের বিনিময়ে কোনো নারীর সাথে তাকে বিয়ে দিবে এবং কসমকারীর পক্ষ থেকে সেই ব্যক্তি কবুলও বলে দিবে। তারপর কসমকারীর কাছে এসে বলবে, আমি তোমাকে উমুক নারীর সাথে এত টাকা মোহরের বিনিময়ে বিয়ে দিয়েছি। তুমি তার মোহর পরিশোধ করে দাও। তখন সেই কসমকারী কোনো কথা না বলে দুইজন স্বাক্ষীর সামনে শুধু মোহর দিয়ে দিবে। উক্ত ব্যক্তি মোহর সেই নারীর কাছে পৌঁছিয়ে দিয়ে বলবে, এটি তোমার স্বামী মোহর হিসেবে তোমাকে দিয়েছে। এভাবে বিয়ে করলে বিয়ে সংঘটিত হয়ে যাবে।
উক্ত পদ্ধতিতে বিয়ে করলে কোনো তালাক পতিত হবে না। কসমকারী ব্যক্তি তার স্ত্রীর সাথে ঘর সংসার করতে পারবে।
রদ্দুল মুহতার ৫/৬৭২; আল মাজমাউল আনহুর ২/৪২
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/13747/article-details.html