প্রশ্ন
কেউ যদি ভুলে জানাযার নামাজে পাঁচ তাকবীর দিয়ে ফেলে তাহলে নামাজ কি পুনরায় পড়তে হবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
জানাযার নামাজ চার তাকবীরের সাথে আদায় করা ফরজ। হাদিস শরিফে এসেছে,
عن جابرِ بنِ عبدِ اللهِ رَضِيَ اللَّهُ عنهما: أنَّ رسولَ الله صلَّى الله عليه وسلَّم صلَّى على أَصْحمَةَ النجاشيِّ، فكبَّر عليه أربعًا
‘জাবির (রা.) থেকে বর্ণিত, ‘নবী (সা.) আসহামা নাজাশীর জানাজার নামাজ আদায় করলেন। তাতে তিনি চার তাকবীর দিলেন।’ [সহিহ বুখারি, হাদিস: ১৩৩৪]
অপর বর্ণনায় আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত-
عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم نَعَى النَّجَاشِيَّ فِي الْيَوْمِ الَّذِي مَاتَ فِيهِ، خَرَجَ إِلَى الْمُصَلَّى، فَصَفَّ بِهِمْ وَكَبَّرَ أَرْبَعًا
‘নাজাশী যেদিন মারা যান সেদিন-ই আল্লাহর রাসূল (সা.) তাঁর মৃত্যুর খবর দেন এবং জানযার স্থানে গিয়ে লোকদের কাতারবন্দী করে চার তাকবীরে জানাজার নামাজ আদায় করলেন।’ [সহিহ বুখারি, হাদিস: ১২৪৫]
সুতরাং কেউ যদি চার তাকবীরের কম দিয়ে নামাজ পড়ায় তাহলে জানাযার নামাজ শুদ্ধ হবে না। তবে ভুলে যদি কারো পাঁচ তাকবীর হয়ে যায় তাহলে সেক্ষেত্রে নামাজের কোনো ক্ষতি হবে না। নামাজ আদায় হয়ে যাবে।
বাদায়েউস সানায়ে ২/৫৩; আদ্দুররুল মুখতার ২/২২৪
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/13743/article-details.html