প্রশ্ন
হায়েজ অবস্থায় তাফসীর পাঠ করা যাবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
হায়েজা নারী কুরআন তেলাওয়াত হিসেবে কুরআনের আয়াত পাঠ করতে পারবে না। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) ইরশাদ করেছেন,
لاَ تَقْرَإِ الْحَائِضُ وَلاَ الْجُنُبُ شَيْئًا مِنَ الْقُرْآنِ
‘ঋতুবতী নারী ও নাপাক ব্যক্তি (যার উপর গোসল ফরয) কুরআনের কোনো অংশ তেলাওয়াত করবে না।’ [সুনানে তিরমিযী, হাদিস: ১৩১]
তবে এই অবস্থায় তাফসীর পাঠ করা যাবে। শরিয়তের দৃষ্টিতে এতে কোনো সমস্যা নেই। তবে উত্তম হল, তাফসীর পড়ার আগে অজু করে নেওয়া।
ফাতওয়া হিন্দিয়া ১/৩৯
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/13706/article-details.html