প্রশ্ন
রাসূল (সা.) কি সারা বছর ফজরের নামাজে কুনুত পাঠ করতেন?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
না, রাসূল (সা.) সারা বছর কুনুত পাঠ করতেন না। বরং একটি বিশেষ ঘটনার প্রেক্ষিতে রাসূল (সা.) একমাস ফজরের নামাজে কুনুত পাঠ করেছিলেন। তারপর তা ত্যাগ করেছিলেন। একাধিক হাদিস দ্বারা বিষয়টি প্রমাণিত। হাদিস শরিফে এসেছে,
عَنْ أَبِي مَالِكٍ الأَشْجَعِيِّ، سَعْدِ بْنِ طَارِقٍ قَالَ قُلْتُ لأَبِي يَا أَبَتِ إِنَّكَ قَدْ صَلَّيْتَ خَلْفَ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ وَأَبِي بَكْرٍ وَعُمَرَ وَعُثْمَانَ وَعَلِيٍّ هَا هُنَا بِالْكُوفَةِ نَحْوًا مِنْ خَمْسِ سِنِينَ فَكَانُوا يَقْنُتُونَ فِي الْفَجْرِ فَقَالَ أَىْ بُنَىَّ مُحْدَثٌ
‘আবু মালিক আল-আশজাঈ সা’দ ইবনে তারেক (রহ.) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আমার পিতাকে বললাম, হে পিতা! আপনি অবশ্যই রাসূলুল্লাহ (সা.), আবু বকর (রা.), উমর (রা.) ও উসমান (রা.) এর পিছনে নামাজ আদায় করেছেন এবং এই কুফায় আলী (রা.)-এর পিছনে প্রায় পাঁচ বছর নামাজ আদায় করেছেন। তাঁরা কি ফজরের নামাজে দোয়ায়ে কুনুত পড়তেন? তিনি বলেন, হে বৎস! এটা তো বিদআত।’ [সুনানে ইবনে মাজাহ, হাদিস: ১২৪১]
আরেক হাদিসে এসেছে,
عَنْ عَبْدِ اللَّهِ قَالَ: لَمْ يَقْنُتِ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَّا شَهْرًا وَاحِدًا، لَمْ يَقْنُتْ قَبْلَهُ وَلَا بَعْدَهُ
‘ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল (সা.) মাত্র একমাস কুনুত পড়েছিলেন। এর আগেও কখনো পড়েননি। এর পরেও কখনো পড়েননি।’ [মুসনাদুল বাযযার, হাদিস: ১৫৬৯]
তবে মুসলমানদের যদি বড় কোনো বিপদ দেখা দেয় তাহলে ফজরের নামাজে কুনুতে নাজেলা পাঠ করা যাবে। এই বিষয়টি হাদিস দ্বারা প্রমাণিত। কিন্তু এটি সারা বছর করণীয় কোনো আমল নয়।
কিতাবুল আছার লিআবী ইউসুফ, হাদিস: ৩৪৯
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/13682/article-details.html