প্রশ্ন
চার রাকাত বিশিষ্ট নামাজের দ্বিতীয় রাকাতে তাশাহুদের পর দরূদ পাঠ করে ফেললে সাহু সেজদা দিতে হবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
জ্বি, চার রাকাত বিশিষ্ট নামাজের দ্বিতীয় রাকাতে তাশাহুদের পর দরূদ পাঠ করে ফেললে সাহু সেজদা দিতে হবে। হাদিস শরিফে এসেছে, শাবী (রহ.) থেকে বর্ণিত,
مَنْ زَادَ فِي الرَّكْعَتَيْنِ الْأُولَيَيْنِ عَلَى التَّشَهُّدِ فَعَلَيْهِ سَجْدَتَا سَهْوٍ
‘কেউ যদি প্রথম দুই রাকাতে তাশাহুদের পর কোনো কিছু অতিরিক্ত করে তাহলে সাহু সেজদা দিতে হবে।’ [মুসান্নাফে ইবনে আবী শায়বা, হাদিস: ৩০২২]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/13460/article-details.html