প্রশ্ন
জনৈক বক্তাকে বলতে শুনলাম, হাদিসে এসেছে, কিয়ামতের দিন আলেমদের কলমের কালি ও শহিদদের রক্ত ওজন করা হবে। তখন আলেমদের কলমের কালি শহিদদের রক্ত থেকে প্রাধান্য পেয়ে যাবে। জানতে চাচ্ছি, এটি কি আসলেই হাদিসের বক্তব্য?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
কিছু কিতাবে উক্ত বক্তব্যকে হাদিস হিসেবে আখ্যায়িত করা হলেও মূলত এটি হাদিস নয়। মুহাদ্দিসগণ উক্ত হাদিসকে জাল বলেছেন।
সুতরাং হাদিস নয় এমন বক্তব্যকে হাদিস বলে চালিয়ে অত্যন্ত গর্হিত একটি কাজ। হাদিসে এ ব্যাপারে নিষেধাজ্ঞা এসেছে। হাদিস শরিফে এসেছে,
عَنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ مَنْ حَدَّثَ عَنِّي حَدِيثًا وَهُوَ يَرَى أَنَّهُ كَذِبٌ فَهُوَ أَحَدُ الْكَاذِبِينَ
‘মুগীরাহ ইবনে শুবাহ (রা.) হতে বর্ণিত আছে যে, রাসূল (সা.) বলেছেন, আমার পক্ষ হতে যে লোক কোনো হাদিস বর্ণনা করে অথচ সে জানে যে, তা মিথ্যা, সে মিথ্যাবাদীদের একজন।’ [সুনানে তিরমিযি, হাদিস: ২৬৬২]
আততাজকিরা ফিল আহাদিসিল মাশহুরা পৃ. ১৬৯; আল মাকাসিদুল হাসানা পৃ. ৫৯৫, বর্ণনা: ১০০৫; আল জামিউস সগীর ও যিয়াদাতিহি, বর্ণনা: ১৪৫৮২
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/13372/article-details.html