প্রশ্ন
কাউকে যদি রক্ত দেওয়া হয় তাহলে অজু ভাঙ্গবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
শরীর থেকে যদি গড়িয়ে পড়ার মত রক্ত বের হয় তাহলে অজু ভেঙ্গে যায়। হাদিস শরিফে এসেছে,
عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: الْوُضُوءُ مِمَّا خَرَجَ
‘ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, রাসূল (সা.) বলেছেন, শরীর থেকে কোনো কিছু (নাপাক) বের হলে অজু করতে হবে।’ [সুনানে কুবরা, বায়হাকী, হাদিস: ৫৬৮]
অপর এক হাদিসে এসেছে,
عَنْ نَافِعٍ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ كَانَ إِذَا رَعَفَ انْصَرَفَ فَتَوَضَّأَ
‘নাফে (রহ.) থেকে বর্ণিত, আব্দুল্লাহ ইবনে উমর (রা.)-এর নাক দিয়ে রক্ত বের হলে অজু করে আসতেন।’ [মুয়াত্তা মালেক, হাদিস: ৪৬]
কাজেই কাউকে যদি রক্ত দেওয়া হয় তাহলে রক্তদাতার অজু ভেঙ্গে যাবে।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/13325/article-details.html