প্রশ্ন
কিছুদিন আগে একটি বইয়ে পেলাম, রাসূল (সা.) ও ইয়াতীমের প্রতিপালনকারী একই সাথে জান্নাতে থাকবে। জানতে চাচ্ছি, তাহলে রাসূল (সা.) ও ইয়াতীমের প্রতিপালনকারীর মর্যাদা ও স্তর এক হবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
একটি হাদিস থেকে বাহ্যিকভাবে এমনই মনে হয় যে, রাসূল (সা.) ও ইয়াতীমের প্রতিপালনকারী একই জান্নাতে থাকবে। তাদের স্তরও একই হবে। হাদিসটি হল,
عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم “ كَافِلُ الْيَتِيمِ لَهُ أَوْ لِغَيْرِهِ أَنَا وَهُوَ كَهَاتَيْنِ فِي الْجَنَّةِ ” وَأَشَارَ مَالِكٌ بِالسَّبَّابَةِ وَالْوُسْطَى
‘আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত। রাসূল (সা.) বলেছেন, নিজের (আত্নীয়) বা অনাত্নীয় ইয়াতীমের তত্ত্বাবধানকারী ও আমি জান্নাতে এ দুই আঙ্গুলের মত থাকব। বর্ণনাকারী মালিক (রহ.) (হাদীস বর্ণনার সময়) শাহাদাত ও মধ্যমা আঙ্গুলীর দ্বারা ইশারা করেছেন।’ [সহিহ মুসলিম, হাদিস: ২৯৮৩]
কিন্তু অন্য আরেক হাদিস ও উলামায়ে কেরামের বিভিন্ন ব্যাখ্যা থেকে বুঝা যায়, ইয়াতীমের প্রতিপালনকারী জান্নাতী হলেও রাসূল (সা.) ও তার জান্নাতের মাঝে তারতম্য থাকবে। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) ইরশাদ করেছেন,
وَأَنَا وَكَافِلُ الْيَتِيمِ فِي الْجَنَّةِ هٰكَذَا وَأَشَارَ بِالسَّبَّابَةِ وَالْوُسْطٰى وَفَرَّجَ بَيْنَهُمَا شَيْئًا
‘আমি ও ইয়াতীমের প্রতিপালনকারী জান্নাতে এমনিভাবে নিকটে থাকবে। এই বলে তিনি শাহাদাত ও মধ্যমা আঙ্গুল দু’টি দ্বারা ইঙ্গিত করলেন এবং এ দু’টির মাঝে কিঞ্চিত ফাঁক রাখলেন।’ [সহিহ বুখারি, হাদিস: ৫৩০৪]
আলকামী (রহ.) বলেন,
فِيهِ إِشَارَةٌ إِلَى أَنَّ بَيْنَ دَرَجَةِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَكَافِلِ الْيَتِيمِ قَدْرُ تَفَاوُتِ مَا بَيْنَ السَّبَّابَةِ وَالْوُسْطَى
‘উক্ত হাদিসের মাঝে এদিকে ইঙ্গিত পাওয়া যায় যে, রাসূল (সা.) ইয়াতীমের প্রতিপালনকারীর জান্নাতের মাঝে এতটুকু তারতম্য থাকবে যতটুকু ব্যবধান শাহাদাত ও মধ্যমা আঙ্গুলীর মাঝে রয়েছে।’ [আউনুল মাবুদ ১৪/৪১]
আল্লামা কুরতুবী (রহ.) লিখেন,
‘অর্থাৎ, সেও রাসূল (সা.)-এর সাথে জান্নাতী হবে। তবে প্রত্যেকেই তার স্তর অনুযায়ী থাকবে। কেননা কোনো ব্যক্তি আম্বীয়ায়ে কেরামের স্তরে উন্নীত হতে পারবে না। আর কোনো নবি রাসূল (সা.)-এ স্তরে উন্নীত হতে পারবে না।’ [আল মুফহীম ৬/৬১৪]
সুতরাং বুঝা গেল, রাসূল (সা.) ও তার মর্যাদার মাঝে তারতম্য থাকবে।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/13323/article-details.html