প্রশ্ন
মান্নতের টাকা নানির আপন বোনকে দেওয়া যাবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
মান্নতের টাকার হকদার গরিব মিসকিনরা। কুরআন মাজিদে এসেছে,
إِنَّمَا الصَّدَقَاتُ لِلْفُقَرَاءِ وَالْمَسَاكِينِ
‘নিশ্চয় সদাকা হচ্ছে ফকীর ও মিসকীনদের জন্য।’ [সূরা তওবা, আয়াত: ৬০]
আপনার নানির আপন বোন যদি যাকাত গ্রহণের উপযুক্ত হয়ে থাকে তাহলে আপনি তাকে মান্নতের টাকা দিতে পারবেন।
রদ্দুল মুহতার ৩/২৮৩
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/13291/article-details.html