প্রশ্ন
কিছুদিন আগে এক ব্যক্তি আমাকে বলল, প্রাপ্ত বয়স্ক হওয়ার পরও দুধ পানের দ্বারা হুরমত সাব্যস্থ হবে। দলিল হিসেবে সে সহিহ মুসলিমের একটি হাদিস দেখায়। জানতে চাচ্ছি, তার বক্তব্য কতটুকু সঠিক?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
সহিহ মুসলিমের উক্ত হাদিসটি নিম্নে উল্লেখ করা হল। হাদিস শরিফে এসেছে,
‘আয়েশা (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, সুহায়ল এর কন্যা সাহলাহ রাসূল (সা.)-এর নিকট হাযির হয়ে বলল, হে আল্লাহর রাসূল! আমার সাথে সালিমের দেখা সাক্ষাৎ করার কারণে আমি আবু হুযায়ফার মুখমণ্ডলে অসন্তুষ্টির আলামত দেখতে পাচ্ছি অথচ সালিম হল তার হালীফ (পোষ্য পুত্র)। রাসূল (সা.) বললেন, তুমি তাকে দুধপান করিয়ে দাও। তিনি বললেন, আমি কেমন করে তাকে দুধপান করাব, অথচ সে একজন বয়স্ক পুরুষ। এতে রাসূল (সা.) মুচকি হাসি দিলেন এবং বললেন, আমি জানি যে, সে একজন বয়স্ক পুরুষ।’ [সহিহ মুসলিম, হাদিস: ১৪৫৩]
উক্ত হাদিস থেকে বয়স্কদের দুগ্ধ পানের মাধ্যমে হুরমত সাব্যস্থ হওয়ার বিষয়টি বাহ্যিকভাবে বুঝা গেলেও হাদিসটি ব্যাখ্যা সাপেক্ষ্য। উক্ত হাদিসের কয়েকটি হাদিস পরেই উম্মাহাতুল মুমিনিন উম্মে সালামা (রা.) থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে। যে হাদিসে তিনি উক্ত হাদিসের ব্যাখ্যা প্রদান করেছেন। হাদিস শরিফে এসেছে,
‘উম্মে সালামা (রা.) বলতেন, রাসূল (সা.)-এর সকল সহধর্মিণী দুধপান সম্পর্কের দ্বারা কাউকে তাদের নিকট প্রবেশ করতে নিষেধ করেন এবং তারা আয়েশা (রা.)-কে বলেন, আল্লাহর কসম আমরা এটাকে (প্রাপ্ত বয়সে দুধপান দ্বারা হুরমত সাব্যস্ত হওয়াকে) একটি বিশেষ অনুমতি মনে করি যা রাসূল (সা.) কেবল সালিমের জন্য দিয়েছিলেন। অতএব এ ধরনের দুধপানের মাধ্যমে কেউ আমাদের নিকট প্রবেশ করতে পারবে না এবং আমাদের প্রতি দৃষ্টিপাতও করতে পারবে না।’ [সহিহ মুসলিম, হাদিস: ১৪৫৪]
তাছাড়া অধিকাংশ উলামায়ে কেরাম এ ব্যাপারে একমত যে, প্রাপ্ত বয়স্ক হওয়ার পর দুধ পানের দ্বারা হুরমত সাব্যস্থ হবে না।
সুতরাং উক্ত ব্যক্তির বক্তব্য সঠিক নয়।
ফাতহুল বারী ৯/১৪৯; উমদাতুল কারী ২০/৮৫; আউনুল মাবুদ ৬/৪৬
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/13227/article-details.html