প্রশ্ন
আমি শুনেছি, কিয়ামতের দিন প্রত্যেক ব্যক্তিকে তার ও তার পিতার নাম ধরে ডাকা হবে। জানতে চাচ্ছি, যাদের পিতা নেই তাদেরকে কিভাবে ডাকা হবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
কিয়ামতের দিন প্রত্যেককে তার পিতার নামের সাথে যুক্ত করে ডাকা হবে। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) ইরশাদ করেছেন,
إنّكم تُدعَوْنَ يومَ القيامَةِ باسمائِكُم وأسماءِ آبائكُم، فاحسِنُوا أسماءكم
‘কিয়ামতের দিন তোমাদেরকে, তোমাদের ও তোমাদের পিতাদের নাম ধরে ডাকা হবে। তাই তোমরা তোমাদের সুন্দর নামকরণ করো।’ [সুনানে আবু দাউদ, হাদিস: ৪৯৮৯]
উলামায়ে কেরাম বলেন, যাদের সুনির্দিষ্ট পিতা নেই তাদেরকে তাদের মায়েদের নামের সাথে সম্পৃক্ত করে ডাকা হবে।
বজলুল মাজহুদ ১৩/৩৪৯
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/13189/article-details.html