প্রশ্ন
জুনুবি ব্যক্তি সেজদায়ে শুকুর দিতে পারবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
নামাজ আদায়ের জন্য পবিত্রতা শর্ত। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) ইরশাদ করেছেন,
لاَ يَقْبَلُ اللَّهُ صَلاَةً بِغَيْرِ طُهُورٍ
‘আল্লাহ তাআলা পবিত্রতা ছাড়া নামাজ কবুল করে না।’ [সুনানে ইবনে মাজাহ, হাদিস: ২৭৩]
সেজদা নামাজের একটি রুকুন। এ কারণে ফুকাহায়ে কেরামগণ বলেন, সেজদায়ে শুকুর আদায়ের জন্যও পবিত্রতা জরুরি। অন্যথায় তা আদায় হবে না।
সুতরাং জুনুবি ব্যক্তি পবিত্র হওয়ার আগে সেজদায়ে শুকুর দিতে পারবে না।
আল বাহরুর রায়েক ১/২০৩
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/13187/article-details.html