প্রশ্ন
জনৈক ব্যক্তি মান্নত করেছে যে, তার উক্ত কাজটি পূর্ণ হলে সে একটি গরু কুরবানি করবে। জানতে চাচ্ছি, তার কাজ পূর্ণ হলে সে গরুর বদলে ছাগল কুরবানি করতে পারবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
মান্নত আদায় করা জরুরি। হাদিস শরিফে রাসূল (সা.) বৈধ মান্নত পূরণ করতে বলেছেন । হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন,
عن النبي صلى الله عليه و سلم قال من نذر أن يطيع الله فليطعه ومن نذر أن يعصي الله فلا يعصه
‘যে আল্লাহর আনুগত্যের মানত করে সে যেন তার আনুগত্য করে। আর যে কোনো নাফরমানির মানত করে সে যেন তা না করে।’ [সুনানে তিরমিযি, হাদিস: ১৫২৬]
মানতের ক্ষেত্রে মানতকৃত বস্তুটিই আদায় করতে হয়। তবে বিশেষ কোনো প্রয়োজন দেখা দিলে অন্য বস্তুও দেওয়া যাবে। সেক্ষেত্রে উক্ত ব্যক্তি গরুর পরিবর্তে সাতটি ছাগল দ্বারা কুরবানি করতে পারবে। তাহলে তার মান্নত পূর্ণ হয়ে যাবে।
আদ্দুররুল মুখতার ৩/৭৪০
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/13173/article-details.html