প্রশ্ন
লোকমুখে একটি ঘটনা শোনা যায় যে, সুলাইমান (আ.) আল্লাহ তাআলার কাছে সকল সৃষ্টিজীবকে মেহমানদারির আবেদন জানান। প্রথমে আল্লাহ তাআলা নিষেধ করেন। কিন্তু পরবর্তীতে সুলাইমান (আ.)-এর বারংবার আবদারের কারণে আল্লাহ তাআলা অনুমতি দেন। পরবর্তীতে যা খাবার তিনি তৈরি করেন সব একটি মাছ খেয়ে ফেলে। জানতে চাচ্ছি, উক্ত ঘটনা কি সঠিক?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
প্রশ্নোক্ত ঘটনাটি একটি ভিত্তিহীন ঘটনা। কুরআন, হাদিস, তাফসীর বা ইতিহাসের নির্ভরযোগ্য কোনো গ্রন্থে এমন কোনো ঘটনা বর্ণিত হয়নি।
সুতরাং এ জাতীয় ঘটনা বর্ণনা থেকে বিরত থাকা কর্তব্য। কারণ, কুরআন মাজিদে ইরশাদ হয়েছে,
وَاجْتَنِبُوا قَوْلَ الزُّورِ
‘তোমরা মিথ্যা কথা থেকে বাঁচো।’ [সূরা হজ্ব, আয়াত: ৩০]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/13101/article-details.html