প্রশ্ন
আমি একটি বইয়ে পড়েছি, বিধর্মীদেরকে সালাম দেওয়া যায় না। জানতে চাচ্ছি, তাদের সাথে কুশল বিনিময়ের সময় গুড মর্নিংসহ ইত্যাদি বাক্যগুলো ব্যবহার করা যাবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
জ্বি, আপনি ঠিকই পড়েছেন। বিধর্মীদেরকে আগ বেড়ে সালাম দেওয়া নিষেধ। তবে কোনো বিধর্মী ব্যক্তি যদি আগে সালাম দিয়ে দেয় তাহলে তার জবাবে শুধু ওয়া আলাইকুম বলার অনুমতি আছে। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) ইরশাদ করেছেন,
لاَ تَبْدَءُوا الْيَهُودَ وَلاَ النَّصَارَى بِالسَّلاَمِ
‘ইয়াহুদী ও নাসারাদের আগে বাড়িয়ে সালাম করো না।’ [সহিহ মুসলিম, হাদিস: ৫৫৫৪]
অপর আরেক হাদিসে এসেছে, রাসূল (সা.) বলেছেন,
إِذَا سَلَّمَ عَلَيْكُمْ أَهْلُ الْكِتَابِ فَقُولُوا وَعَلَيْكُمْ
‘যখন কোন আহলে কিতাব তোমাদের সালাম দেয়, তখন তোমরা বলবে ওয়া আলাইকুম (তোমাদের উপরও)।’ [সহিহ বুখারি, হাদিস: ৬২৫৮]
কাজেই তাদের সাথে কুশল বিনিময়ের সময় তাদেরকে সালাম দেওয়া যাবে না।
তবে গুড মর্নিংসহ এমন বাক্যাবলি ব্যবহার করা যাবে যেগুলো তাদের ধর্মের বিশেষ সম্বোধনসূচক বাক্যাবলি নয়। যেমন, নমস্কার ইত্যাদি।
সুতরাং গুড মর্নিং বা গুড আফটারনুন বলতে কোনো সমস্যা নেই।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/13039/article-details.html