প্রশ্ন
সূরা রাদ-এর ২৯ নং আয়াতে যে তুবার কথা বলা হয়েছে তা কারা লাভ করবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
স্বয়ং কুরআন মাজিদেই বলে দেওয়া হয়েছে যে, এই তুবা মুমিন ও সৎকর্মীরা লাভ করবে। কুরআন মাজিদে ইরশাদ হয়েছে,
الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ طُوبَى لَهُمْ وَحُسْنُ مَآبٍ
‘যারা ঈমান আনে এবং নেক আমল করে, তাদের জন্য রয়েছে স্বাচ্ছন্দ ও সুন্দর প্রত্যাবর্তনস্থল।’ [সূরা আর রাদ, আয়াত: ২৯]
এ ছাড়াও হাদিসে আরো কিছু ব্যাখ্যা এসেছে। হাদিস শরিফে এসেছে,
عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّ رُجُلًا قَالَ لَهُ: يَا رَسُولَ اللَّهِ، طُوبَى لِمَنْ رَآكَ وَآمَنَ بِكَ، قَالَ: طُوبَى لِمَنْ رَآنِي وَآمَنَ بِي وَطُوبَى ثُمَّ طوبى لمن آمن بي ولم يرني
‘আবু সাইদ খুদরী (রা.) থেকে বর্ণিত, এক ব্যক্তি রাসূল (সা.)-কে জিজ্ঞাসা করল, হে আল্লাহর রাসূল, যারা আপনাকে দেখেছে এবং আপনার উপর ঈমান এনেছে, তুবা কি তাদের জন্য? রাসূল (সা.) বললেন, যারা আমাকে দেখেছে এবং আমার উপর ঈমান এনেছে, তুবা তাদের জন্য। যারা আমার উপর ঈমান এনেছে কিন্তু আমাকে দেখেনি, তুবা তাদের জন্যও।’ [সহিহ ইবনে হিব্বান, হাদিস: ৭২৩০]
আরেক হাদিসে এসেছে, রাসূল (সা.) বলেন,
طُوبَى لِمَنْ وَجَدَ فِي صَحِيفَتِهِ اسْتِغْفَارًا كَثِيرًا
‘যে ব্যক্তি তার আমলনামায় অধিক পরিমাণে ইস্তিগফার যোগ করতে পেরেছে, তার জন্য তুবা (সুসংবাদ, আনন্দ)।’ [সুনানে ইবনে মাজাহ, হাদিস: ৩৮১৮]
আরেক হাদিসে এসেছে, রাসূল (সা.) বলেন,
طُوبَى لِمَنْ هُدِيَ إِلَى الإِسْلاَمِ وَكَانَ عَيْشُهُ كَفَافًا وَقَنِعَ
‘সেই ব্যক্তি কতই না সৌভাগ্যবান (তুবা তার জন্য) যাকে ইসলামের পথে হিদায়াত দান করা হয়েছে এবং তার জীবিকা নূন্যতম প্রয়োজন মাফিক এবং সে তাতেই খুশি।’ [সুনানে তিরমিযী, হাদিস: ২৩৪৯]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/12985/article-details.html