প্রশ্ন
কাফেরদের যে সকল নাবালেগ সন্তান মারা যায় তারা কি জাহান্নামে যাবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
কাফেরদের যে সকল সন্তান নাবালেগ অবস্থায় মারা যায় আখেরাতে তাদের বাসস্থান কোথায় হবে তা নিয়ে উলামায়ে কেরামের মতভেদ থাকলেও অধিকাংশ উলামাদের নিকট গ্রহণযোগ্য অভিমত হল, তারা জান্নাতে থাকবে। কুরআন হাদিসের বিভিন্ন উদ্ধৃতি থেকেও এই মতটি বুঝে আসে। কুরআন মাজিদে ইরশাদ হয়েছে,
وَلَا تَزِرُ وَازِرَةٌ وِزْرَ أُخْرَى
‘আর কোনো বহনকারী অপরের (পাপের) বোঝা বহন করবে না।’ [সূরা ইসরা, আয়াত: ১৫]
একটি দীর্ঘ সহিহ হাদিসে এসেছে যে, কাফেরদের সন্তানরাও জান্নাতে থাকবে। হাদিস শরিফে এসেছে,
وَأَمَّا الرَّجُلُ الطَّوِيلُ الَّذِي فِي الرَّوْضَةِ فَإِنَّهُ إِبْرَاهِيمُ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَأَمَّا الوِلْدَانُ الَّذِينَ حَوْلَهُ فَكُلُّ مَوْلُودٍ مَاتَ عَلَى الفِطْرَةِ قَالَ: فَقَالَ بَعْضُ المُسْلِمِينَ: يَا رَسُولَ اللَّهِ، وَأَوْلَادُ المُشْرِكِينَ؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: وَأَوْلَادُ المُشْرِكِينَ
‘(জিবরাইল (আ.) বললেন,) আর এ দীর্ঘকায় ব্যক্তি যিনি বাগানে ছিলেন, তিনি হলেন, ইবরাহীম (আঃ)। আর তাঁর আশেপাশের বালক-বালিকারা হলো ঐসব শিশু, যারা ফিতরাতের (স্বভাবধর্মের) ওপর মৃত্যুবরণ করেছে। তিনি বলেন, তখন কিছু সংখ্যক মুসলিম জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল! মুশরিকদের শিশু সন্তানরাও কি? তখন রাসূল (সা.) বললেন, মুশরিকদের শিশু সন্তানরাও।’ [সহিহ বুখারি, হাদিস: ৭০৪৭]
ইমাম নববি (রহ.) বলেন,
وَالثَّالِثُ وَهُوَ الصَّحِيحُ الَّذِي ذَهَبَ إِلَيْهِ الْمُحَقِّقُونَ أَنَّهُمْ مِنْ أَهْلِ الْجَنَّةِ
‘আর তৃতীয় ও বিশুদ্ধ অভিমত, যা মুহাক্কিক উলামায়ে কেরামগণ গ্রহণ করেছেন, তা হল, তারা (কাফেরদের নাবালেগ সন্তানরা) জান্নাতে থাকবে।’ [শরহুন নববি ১৬/২০৮]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/12800/article-details.html