প্রশ্ন
আমি মাদরাসায় পড়ালেখা করি। কখনো এমন হয় যে, রাস্তা দিয়ে চলার সময় যুবতী নারীরা সালাম দিয়ে থাকে। জানতে চাচ্ছি, যুবতী নারীরা সালাম দিলে করণীয় কী?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
ফেতনার আশংকার কারণে গাইরে মাহরাম যুবক যুবতী পরস্পরকে সালাম দেওয়া জায়েয নেই। কাতাদা (রহ.) বলেন-
عن قتادة قال: أما امرأة من القواعد، فلا بأس أن يسلم عليها، وأما الشابة فلا
‘বৃদ্ধা নারীকে সালাম দেয়াতে সমস্যা নেই। তবে যুবতী নারীকে সালাম দিবে না।’ [মুসান্নাফে আবদুর রাজ্জাক, হাদিস: ১৯৪৪৯]
এ থেকে উলামায়ে কেরামগণ বলেন, কোনো যুবতী নারী যদি সালাম দিয়েও দেয় তাহলেও ফেতনার আশংকা থাকার কারণে নিম্নস্বরে জবাব দিবে। উচ্চস্বরে দিবে না।
সুতরাং কোনো যুবতী নারী সালাম দিলে আপনি নিম্নস্বরে সালামের জবাব দিবেন।
রদ্দুল মুহতার ২/৩৭৬
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/12691/article-details.html